۲۳ آذر ۱۴۰۳ |۱۱ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 13, 2024
তোমরা আমাদের ধ্বংস করতে পারবে না: ইসরায়েলকে লেবাননবাসী
লেবাননের বাস্তুচ্যুত অধিবাসীদের একাংশ

হাওজা / তোমরা আমাদের ধ্বংস করতে পারবে না- ইসরায়েলের উদ্দেশে এমন বার্তায় দিয়েছেন লেবাননবাসী।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, তোমরা আমাদের ধ্বংস করতে পারবে না- ইসরায়েলের উদ্দেশে এমন বার্তায় দিয়েছেন লেবাননবাসী। দক্ষিণ লেবাননের বাস্তুচ্যুত বাসিন্দা আয়মেন বলেন, চলমান ইসরায়েলি হামলার আলোকে ভবিষ্যতে দেশটির কী হবে তা আমরা কল্পনা করতে পারছি না।

আল জাজিরাকে তিনি বলেন, লেবাননের ভবিষ্যত আল্লাহর হাতে। আমাদের সামনে কিছুই পরিষ্কার নয়। আমাদের দিকে তাকাও, আমরা রাস্তায় ঘুমাচ্ছি। আমাদের জীবন এখন এভাবেই চলছে এবং আমরা এটি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।

বৈরুতের বাসিন্দা ফ্রাঙ্কোইস আজোরি বলেন, লেবাননের জনগণ তাদের দেশ ত্যাগ করবে না। ইসরায়েলের উদ্দেশে তিনি বলেন, তোমরা আমাদের ধ্বংস করতে পারবে না, তোমরা যাই করো না কেন, তোমরা যতই বোমা ফেলো না কেন, তোমরা যতই মানুষকে বাস্তুচ্যুত করো- আমরা এখানেই থাকব। আমরা ছাড়ব না। এটা আমাদের দেশ এবং আমরা থাকব। তোমরা যা করতে চাও তাই করো।

এদিকে গত বছরের ৮ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে মোট ১ হাজার ৬৪০ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১০৪ জন শিশু এবং ১৯৪ জন নারী রয়েছেন। তবে গত দুই সপ্তাহে ইসরায়েলি হামলাতেই বেশিরভাগই লেবাননবাসী নিহত হয়েছেন।

تبصرہ ارسال

You are replying to: .